IQNA

পর্ব- ৪

ভিডিও | বিজয়ী কমান্ডারদের উপহার স্বরূপ ইরাকের বিশিষ্ট ক্বারি “আদেল আল-কারবালায়ী”র মনোমুগ্ধকর তিলাওয়াত

5:04 - January 11, 2021
সংবাদ: 2612098
তেহরান (ইনকা):  শহীদ কাসেম সোলাইমানী ও আবু মাহদী আল-মোহানদেস এবং তাদের সহযোদ্ধাদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের প্রসিদ্ধ ক্বারি আদেল আল-কারবালায়ী এই শহীদদের উজ্জ্বল আত্মার প্রতি সূরা আলে ইমরান ও সূরা নাসরের আয়াত তিলাওয়াত করে হাদিয়া করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা” কর্তৃক আয়োজিত “ইরাকে কুরআন তিলাওয়াত, বিজয়ী কমান্ডারদের আত্মার উপহার” অনুষ্ঠানের অংশ হিসেবে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযাররে খ্যাতনামা ক্বারি আদেল আল-কারবালায়ী সূরা আলে ইমরানের ৮ ও ৯ নম্বর আয়াত এবং সূরা নাসর তিলাওয়াত করেছেন।  
ইরাকের এই বিশিষ্ট ক্বারি মনোমুগ্ধকর তিলাওয়াতটি নীচে তুলে ধরা হল: 

«رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ ﴿۸﴾»

(তারা প্রার্থনা করে) “হে আমাদের প্রতিপালক! তুমি যখন আমাদের পথ প্রদর্শন করেছ তখন আমাদের অন্তরে যেন বক্রতা সৃষ্টি না হতে পারে এবং তোমার নিকট হতে আমাদের অনুগ্রহ দান কর; নিশ্চয় তুমি মহান দাতা।

«رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ ﴾»

হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই তুমি এমন একদিন -যার আগমনে কোন সন্দেহ নেই, মানুষকে সমবেত করবে; নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।“
 
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ﴿۱﴾ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ﴿۲﴾ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ﴿۳﴾
অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবে। সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তাঁরই নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাপরবশ।
captcha