IQNA

জয় শ্রীরাম না বলায় মুসলিম বৃদ্ধকে মারধরের অভিযোগ

17:26 - April 16, 2021
সংবাদ: 2612626
তেহরান (ইকনা): জয় শ্রীরাম বলতে রাজি না হওয়ার জেরে ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ায় এক বৃদ্ধকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।
জানা গেছে, গত বুধবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ শহরের চকবাজার কাঠগোলা এলাকার ৫৪ বছর বয়সী মুহাম্মদ সুফিউদ্দিন নামাজ পড়তে সাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন। 
 
পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, চকবাজার-চৌমাথা এলাকায় মসজিদের কাছেই মোটরবাইক আরোহী তিন যুবক তার পথ আটকায় এবং ‘জয় শ্রীরাম’ বলার নির্দেশ দেয়। তিনি এতে রাজি হননি। তখন যুবকরা তাকে চড়-থাপ্পড় মেরে চলে যায়।
 
চন্দননগর কমিশনারেটের একজন কর্মকর্তা বলেন, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
 
সুফিউদ্দিন বলেন, অন্ধকার থাকায় হামলাকারীদের চিনতে পারিনি। তবে বয়স ২৫-২৬ বছরের মধ্যে হবে। কথা না শোনায় ওরা আমার সাইকেলে ঝোলানো ব্যাগ ধরে টানাটানি করে। হয়তো টাকা-পয়সা ছিনতাইয়ের মতলবে ছিল। আমি টাকা নিয়ে বের হইনি। মার খেয়ে আমি চিৎকার করায় ওরা পালায়। এলাকার লোকজনও চলে আসে।
 
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, মসজিদের ১০০ গজের মধ্যে ঘটনাটি ঘটেছে। সুফিউদ্দিন সাহেবের চিৎকারে আমি এগিয়ে যাই। আমাকে যেতে দেখে ছেলে তিনটি মোটরবাইকে উঠে ব্যান্ডেলের দিকে চলে গেছে। আনন্দবাজার।
captcha