IQNA

সুমধুর কণ্ঠে আজান দিলেন কানাডার পুলিশ + ভিডিও

18:50 - April 25, 2021
সংবাদ: 2612674
তেহরান (ইকনা): কানাডার এক পুলিশ সেদেশের একটি মসজিদে উপস্থিত হয়ে সুমধুর কণ্ঠে আজান দিয়েছেন।

আলবার্তা প্রদেশের একটি মসজিদে এই পুলিশ সদস্য ইউনিফর্ম পরে অত্যন্ত সুমধুর কণ্ঠে আজান দিয়েছেন। তার এই আজানের ভিডিওটি সামাজিক মিডিয়ার ব্যবহারকারীগণ ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন।

কানাডার আলবার্তার ক্যালগারি শহরের “আকরাম জুমা” মসজিদের কর্তৃপক্ষ এই ভিডিওটি সামাজিক মিডিয়ায় প্রকাশ করেছে। এতে দেখা গেছে পবিত্র রমজান মাসের চতুর্থ দিনে মগরিবের নামাজের জন্য এক পুলিশ ইউনিফর্ম পরে আজান দিচ্ছেন।

এই মসজিদের ফেসবুক পেজে বলা হয়েছ: আজ ক্যালগরির মুসলিমরা একটি ঐতিহাসিক দিন প্রত্যক্ষ করছে। আমাদের ভাই “নাদের খলিল” এখন কানাডিয়ান পুলিশ এবং তিনি শুক্রবার পুলিশের ইউনিফর্মে অত্যন্ত সুমধুর কণ্ঠে মাগরিবের আজান দিয়েছেন।

এই শহরের মুসলিম নাগরিক স্যাম নুমুরা বলেন: কানাডার ইতিহাসে এই প্রথমবারের মতো কোন পুলিশ মসজিদে আজান দিয়েছেন। আর এই পদক্ষেপের মাধ্যমে দেশ রক্ষা এবং কানাডিয়ান নাগরিকদের সুরক্ষায় কানাডার মুসলমানদের ভূমিকা প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন: এই পদক্ষেপটি কানাডিয়ান মুসলমানদের জন্য ফেডারেল পুলিশ বাহিনীর এক ধরণের নৈতিক সমর্থন। আর এটি সম্প্রদায়ের সমস্ত গোষ্ঠীর মধ্যে সংহতির বন্ধনকে আরও জোরদার করবে। iqna

captcha