IQNA

বুর্কিনা ফাসোতে সশস্ত্র হামলার নিন্দা জানালের জাতিসংঘের মহাসচিব

18:40 - May 05, 2021
সংবাদ: 2612735
তেহরান (ইকনা): বুর্কিনা ফাসোতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ফলে ৩০ জন নিহত হয়েছেন। এই অমানবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজানিক মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন: অ্যান্তেনিও গুতেরেস বুর্কিনা ফাসোর পূর্বাঞ্চলীয় কোমন্দজারি প্রদেশে সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ, সরকার এবং সেদেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

স্থানীয় নিরাপত্তা সূত্রে জানা গেছে, কোমন্দজারি প্রদেশের কোডিল গ্রামে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

এই বিবৃতিতে বলা হয়েছে: জাতিসংঘের মহাসচিব সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াই করার জন্য এবং সারাদেশে সামাজিক সংহতি বজায় রাখার জন্য বুর্কিনা ফাসোর সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।


আল-কায়েদা এবং আইএসের সাথে যুক্ত উগ্রপন্থী দলগুলো সেদেশের সামরিক ও বেসামরিক বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দেশটিতে নিরাপত্তা সঙ্কটের মুখোমুখি অবস্থান করছে। iqna

 

captcha