IQNA

ইসরাইল থেকে সরিয়ে নেওয়া হলো শতাধিক মার্কিন সেনা

0:02 - May 15, 2021
সংবাদ: 2612789
তেহরান (ইকনা): গত কয়েকদিন ধরে উত্তপ্ত ফিলিস্তিন ও ইসরাইল। ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত ২৭ শিশুসহ মোট ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশেহারা ইসরায়েল।

এদিকে অভ্যন্তরীণ দাঙ্গার কারণেও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে ইসরাইলে। এই অবস্থায় ইসরাইল থেকে শতাধিক সেনা ও কজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন।

বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, ইসরাইল থেকে ১২০ জন সেনাকে একটি সি-১৭ উড়োজাহাজে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইসরায়েলে গিয়েছিল।

মার্কিন সেনা সদর দপ্তরের মুখপাত্র জন কিরবি জানান, সেনারা এরই মধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। ইসরাইলি মিত্রদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সেনাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কাছে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান সংঘাতে সরাসরি ইসরাইলে পক্ষ নিয়ে তিনি বলেছেন, হাজার হাজার রকেট ছোড়া হলে তা থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরাইলের।
সূত্র : দ্য ইনডিপেনডেন্ট

captcha