IQNA

ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদা চূর্ণ হয়ে গেছে!

13:55 - May 21, 2021
সংবাদ: 2612825
তেহরান (ইকনা): হামাসের পররাষ্ট্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেছেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদাকে চূর্ণ করে দিয়েছে।

ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন খালেদ মিশ’আল।

হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আরও বলেন, ফিলিস্তিনিদের নতুন ইন্তিফাদার কারণে আল-কুদস এর জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন এবং যখন আল-কুদসের জন্য জেগে উঠেছে তখন গাজা উপত্যকা অসম্ভবকে সম্ভব করেছে।

তিনি আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং আল-কুদস শহরের জনগণকে ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে এই গণজাগরণ অব্যাহত রাখতে হবে।

গত ১০ মে থেকে ২০ মে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরাইল। এতে ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫টি শিশু রয়েছে। এছাড়া হামাসের রকেটে ১২ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

captcha