IQNA

ফের আল আকসা মসজিদে চরমপন্থি ইহুদীদের হামলা

23:58 - December 17, 2014
সংবাদ: 2621727
আন্তর্জাতিক বিভাগ: আল আকসা মসজিদের চরমপন্থি ইহুদীদের হামলার খবর আল আকসা মসজিদের পরিচালক আমরুল কাসওনী জানিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগ: আকসা মসজিদের পরিচালক আমরুল কাসওনী জানিয়েছেন: ২২ জন চরমপন্থি ইহুদী মসজিদুল আকসার ‘বাবুল মাগারিব’ প্রান্ত থেকে হামলা চালিয়েছে।
তিনি বলেন: এক চরমপন্থি ইহুদী ধর্মানুষ্ঠানের অজুহাতে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলে মসজিদের খাদেমরা তাকে মসজিদে প্রবেশ করতে বাধা প্রদান করেন।
এ ঘটনার সূত্র ধরে ১৫ই ডিসেম্বর দখলদার ইহুদিবাদীর সামরিক বাহিনী একজনকে জিজ্ঞাসাবাদের জন্য এবং অপর আরেক জনকে গ্রেফতার করে নিয়ে যায়।
2618992

captcha