IQNA

চার্লি এবদো কুরুচিপূর্ণ কর্মের নিন্দায় পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত

23:51 - January 25, 2015
সংবাদ: 2764393
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি ফ্রান্সের চার্লি এবদো ম্যাগাজিনে হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা প্রকাশ করার জন্য পাকিস্তানের বিভিন্ন শহরে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গত শুক্রবার (২৩শে জানুয়ারি) জুম্মার নামাজের পর পাকিস্তানের বিভিন্ন শহর বিশেষ করে কোয়েটার মুহাম্মাদ (সা.) প্রিয় মুসলমানেরা বিক্ষোভ মিছিলে ফ্রান্সের পতাকা পুড়িয়ে ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ শ্লোগান করে চার্লি এবদো ম্যাগাজিনে হযতর মুহাম্মাদকে (সা.) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা প্রকাশ করেছে।
কোয়েটার শিয়া মুসলমানদের জামে মসজিদেও জুম্মার নামাজের পর মুসল্লিরা অনুরূপ বিক্ষোভ করে চার্লি এবদো ম্যাগাজিনে হযতর মুহাম্মাদকে (সা.) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা প্রকাশ করেছে।
উক্ত মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন পশ্চিমা দেশের বাক স্বাধীনতার রাজনীতি সম্পর্কে বলেন: এসকল দেশ ইসলামী দেশসমুহে সন্ত্রাসীদের সমর্থন করে। কিন্তু তাদের দেশে যদি সন্ত্রাসীমূলক কর্ম সংগঠিত হয় তাহলে মুসলমানদের দোষারোপ করে ইসলাম বিদ্বেষীদের শক্তিশালী করে।
2756469

captcha