IQNA

ফরাসি দূতাবাস বন্ধের আহ্বানে আফগান নাগরিক

23:51 - February 05, 2015
সংবাদ: 2814669
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় বিশ্বনবী হযরত মুহাম্মাদের (সা.) অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে আফগানিস্তানের শতাধিক ইসলাম প্রিয় মুসলমানেরা প্রতিবাদ মিছিলের মাধ্যমে সেদেশের ফরাসি দূতাবাস বন্ধের আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফারাহ শহরের সুশীল সমাজের প্রতিষ্ঠানের নেটওয়ার্কের কর্মকর্তা জাভিদ তাবেশ জানিয়েছেন: বেলায়েতে ফারাহ শহরের জনগণ ১ম ফেব্রুয়ারি এক প্রতিবাদ মিছিলের মাধ্যমে চার্লি এবদোর মর্যাদাহানি এবং অশ্লীল কাজের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে।
তিনি বলেন: প্রতিবাদকারীরা মিছিলে “হযরত মুহাম্মাদ (সা.)” ব্যানার নিয়ে ফরাসি নিপাত যাক শ্লোগান দিয়েছে।
কয়েক দিন পূর্বে চার্লি এবদোয় সন্ত্রাসীদের হামলা এবং বেশ কয়েক জন কর্মচারী নিহত হওয়ার পর পুনরায় বিশ্বনবী হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে লক্ষাধিক কপি অবমাননাকর কার্টুন প্রকাশ করেছে। আর এর জঘন্য কর্মের প্রতিবাদে বিশ্বের মুসলমানেরা বিক্ষোভের ঝড় তুলেছে।
আফগানিস্তানের প্রতিবাদকারীরা সরকারের নিকট রেজোল্যুশন প্রদানের মাধ্যমে আফগানিস্তানে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে।
2801727

captcha