বার্তা সংস্থা ইকনা: নেইনাওয়া প্রদেশে খ্রিস্টানদের অঞ্চল মুক্ত করার লক্ষ্যে এ দল গঠিত হয়েছে। খ্রিস্টান ফ্রাকসিওন ইরাকের সংসদে ১০০০ অধিক সদস্যের সমন্বয়ে সশস্ত্র এ দল গঠনের খবর জানিয়েছে।
এ ফ্রাকসিওনের প্রধান ইউনাদুম হান বলেন: এদলটি শিয়াদের সশস্ত্র বাহিনী এবং ইরাকের সামরিক বাহিনীর সাথে এক হয়ে খ্রিস্টানদের এ দলটি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাত থেকে নেইনাওয়া প্রদেশ মুক্ত করার জন্য যুদ্ধ করবে।
এ সংসদ সদস্য আরও জানিয়েছেন: ১০০০ অধিক খ্রিস্টানরা বাগদাদ, কিরকুক এবং যাখু শহরের সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করছে। তাদের সামরিক প্রশিক্ষণ শেষ হলে ইরাকের ন্যাশনাল গার্ড বাহিনী যোগ দেবে।
ইরাক সরকার গত সপ্তায়ে ন্যাশনাল গার্ড নতুন আইনে নির্ধারণ করেছে। যাতে ইরাকের শিয়া ও সুন্নি সহ অন্যান্য ধর্মের অনুসারীরা অংশগ্রহণ করতে পারবে।
সম্প্রতি ইরাকের নেইনাওয় প্রদেশের মসুল শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হামলার ফলে সহস্রাধিক খ্রিস্টান তুরস্ক, জর্ডান ও লেবাননে স্থানান্তরিত হয়েছে এবং অনেকেই ইরাকের অন্যান্য শহরে বসবাস করছে।
2830376