IQNA

মিশরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কুরআন প্রতিযোগিতা

18:12 - February 10, 2015
সংবাদ: 2833809
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : মিশরের ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশেষ কুরআন প্রতিযোগিতা কায়রোর ‘আল-মানসুরা’ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।


মিশরের আত-তাহরির ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : আল-মানসুরা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় এক ব্যক্তি এ সম্পর্কে জানিয়েছেন : এ প্রতিযোগিতা ২০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে চলতি সপ্তাহের শুরুতে শুরু হয়েছে।

তিনি বলেন : আল-আযহার বিশ্ববিদ্যায়ের বেশ কয়েকজন আলেমও প্রতিযোগিতাস্থলে উপস্থিত হয়েছেন। ‘মুহাম্মাদ বাশশার’ ও ‘মুহাম্মাদ আবুল আসরার’ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছেন।

তার সংযোজন : চলতি সপ্তাহের শেষে বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিদ্বন্দীদেরকে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, এ প্রতিযোগিতার অবকাশে কুরআন ভিত্তিক বিভিন্ন প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।



2832720

captcha