IQNA

আমেরিকা রকফোর্ড ইসলামী অ্যাসোসিয়েশনের সভাপতি:

ইসলামের সাথে এইএসআইএলের কোন সম্পর্ক নেই

11:28 - February 11, 2015
সংবাদ: 2835895
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার ইলিনয় প্রদেশের রকফোর্ড শহরের ইসলামী অ্যাসোসিয়েশনের সভাপতি তার খোলা চিঠিতে উল্লেখ করেছেন: ইসলাম ধর্মের সাথে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের কোন সম্পর্ক নেই।

বার্তা সংস্থা ইকনা: আমেরিকার মুসলিম ডাক্তার এবং রকফোর্ড শহরের ইসলামী অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ শেখ এ চিঠিতে উল্লেখ করেছেন: যে সকল ভ্রান্তি মতাদর্শ ধর্মীয় বিশ্বাসর মূলনীতিকে বিকৃত করে, সাধারণত সন্ত্রাসী গ্রুপ তাদের অপকর্মের ন্যায্যতা প্রতিপাদনের জন্য সেগুলো ব্যবহার করে।
তিনি বলেন: ইতিহাসে বিশেষ করে বিগত ৫০ বছর যাবত এধরণের ভ্রান্তি মতাদর্শ খ্রিস্টান, ইহুদী, মুসলমান এবং অন্যান্য ধর্মের পক্ষ থেকে সহিংসতা সৃষ্টি করার জন্য তৈরি হয়েছে সকলেই ন্যায্যতা প্রতিপাদন করেছে।
এরশাদ শেখ রকফোর্ডে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে বলেন: রকফোর্ড ইসলামিক সোসাইটি প্রকাশ্যে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে নিন্দা প্রকাশ করছে এবং সন্ত্রাসী এ দলের সাথে ইসলামি শিক্ষার কোন সম্পর্ক নেই।
তিনি গুরুত্বারোপ করে বলেন: ইহুদি, খ্রিস্টান অথবা ইসলামের নামে যে সকল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি হয়েছে তারা সকলেই তওরাত, ইঞ্জিল ও কোরআন শিক্ষার দ্বারা (তওরাত, ইঞ্জিল ও কোরআন শিক্ষাকে অপব্যবহার করে) তাদের পাশবিক কর্ম এবং রাজনৈতিক উদ্দেশ্যের ন্যায্যতা প্রতিপাদন করেছে।

তিনি সর্ব শেষে বলেন: আমরা সকলেই নির্বিশেষে আমাদের ধর্মকে বিশ্বাস করি এবং আমরা সকলেই সন্ত্রাসবাদ ও সহিংসতাকে নিন্দা জানায়।
2830401

captcha