IQNA

ইরাকের প্রাচীন মসজিদ ধ্বংস করল আইএসআইএল

10:22 - February 21, 2015
সংবাদ: 2876868
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের ‘আল আনবার’ প্রদেশের প্রাচীনতম মসজিদ ধ্বংস করেছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।

বার্তা সংস্থা ইকনা: আনবার প্রদেশের নিরাপত্তা সংস্থা জানিয়েছে: আল আনবার প্রদেশের কেন্দ্র রামাদির পশ্চিম দিকে এ মসজিদটির অবস্থান।
এ সংবাদ মাধ্যম গতরাতে ইরাকি নেটওয়ার্ক Sumaria সংবাদকে জানিয়েছে: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা জাবেহ অঞ্চলের আল ফারুক মসজিদে বোমা বিস্ফোরণের পর এ মসজিদে বোমা বিস্ফোরণ ঘটায়।
এছাড়াও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা নেয়নাওয়া প্রদেশে অবস্থিত হযরত ইউনুস নবী (আ.) এবং হযরত শীট নবী (আ.) মাযার বোমা বিস্ফোরণ করে ধ্বংস করেছে। সালাউদ্দিন প্রদেশে বেশ কয়েকটি মসজিদ এবং ধর্মীয় সেন্টার ধ্বংস করেছে এ দলের সদস্যরা।
2876810

captcha