বার্তা সংস্থা ইকনা: আল ইরাকিয়া টেলিভিশন চ্যানেল ২১শে ফেব্রুয়ারি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আনবার প্রদেশে ৫০ জন ইরাকী অধিবাসীকে জীবিত পুড়িয়ে হত্যা করে।
প্রতিবেদন অনুযায়ী, এসকল অধিবাসী আনবার প্রদেশের হেইয়াত নামক অঞ্চলের অধিবাসী।
2876938