IQNA

বাগদাদে ‘ইরানের ইসলামি বিপ্লবের সংস্কৃতি’ বিষয়ক বই প্রকাশিত

16:40 - February 24, 2015
সংবাদ: 2891625
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ‘সাকাফাতুস সাওরাতুল ইসলামিয়্যাহ’ নামক বইটি বাগদাদে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে প্রকাশিত হয়েছে।


ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইসলামি বিপ্লবের সংস্কৃতির পর্যালোচনা, ইসলামি বিপ্লবের সংস্কৃতির বিষয়ে বিভিন্ন চিন্তাবিদের মতামতের পর্যালোচনা ইত্যাদি বিষয়ে এ বইতে স্থান পেয়েছে।

এছাড়া ইসলামি বিপ্লবের সংস্কৃতির প্রসারে ইমাম খোমেনির ভূমিকা, ইসলামি বিপ্লবের ভিত্তিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এ বইতে পর্যালোচিত হয়েছে।

উল্লেখ্য, পকেট সাইজের বইটির প্রথম সংস্করণ ৩ হাজার কপি প্রকাশিত হয়েছে।



2890443

captcha