IQNA

মসুলের দ্বিতীয় ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে আইএসআইএল

23:44 - March 07, 2015
সংবাদ: 2943646
আন্তর্জাতিক বিভাগ: তিন দিন পূর্বে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল মসুল শহরের উসমানীয় সময়কালের ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা: নেইনাওয়া প্রদেশের এক স্থানীয় মাধ্যম জানিয়েছে: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা হামুল কাডু নামক এ মসজিদটি  লোডার দ্বারা ধ্বংস করেছে।
এ মসজিদটি ‘আল ময়দান’এ ছিল। এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তিন দিন পূর্বে উসমানীয় সময়কালে ‘বাবুল জাদিদ’ নামক অঞ্চলের ‘শেখ মুহাম্মাদ আল বারিকী’ মসজিদ ধ্বংস করেছে।
মুহাম্মাদ কাডু নামে প্রসিদ্ধ ‘আব্দুল্লাহ চালবী বিন মুহাম্মাদ বিন আব্দুল কাদর’ মসজিদটি ১৮৮০ সালে নির্মাণ করা হয়েছে।
2938217

captcha