IQNA

মসুলের আরেকটি গির্জা ধ্বংস করল আইএসআইএল

18:51 - March 10, 2015
সংবাদ: 2960905
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের মসুল শহরের উত্তর পূর্বাঞ্চলের হাজার বছরের একটি প্রাচীন গির্জা ধ্বংস করেছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের নেইনাওয়া প্রদেশের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে: গতকাল ৯ম মার্চ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা মসুলের উত্তর পূর্বাঞ্চলের হাজার বছরের প্রাচীন গির্জা ধ্বংস করেছে।
মার্কুরকিস গির্জা দশম খ্রিষ্টাব্দের প্রথম দিকে নির্মাণ করা হয়েছে।
মসুলের উত্তর পূর্বাঞ্চলের হাজার বছরের প্রাচীন গির্জা ধ্বংসের সময়ে কোন হতাহত অথবা ক্ষতি সাধন হয়নি।  
প্রাগুক্ত গির্জা মসুলের সর্ব বৃহৎ গির্জা, যাতে বসবাস করার জন্য ভবন, সেবা প্রদান বিভাগ এবং খৃস্টানদের করবস্থান রয়েছে।
এর পূর্বে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাকের আল খাঁজর, নিমরুদ এবং খোরসাবদ শহরের প্রাচীন ও ঐতিহাসিক সভ্যতার নিদর্শন ধ্বংস করেছে।
2958850

captcha