IQNA

ইয়েমেনের নিপীড়িত মানুষের সাথে একাত্মতা প্রকাশে ১৭ই এপ্রিল হাসান নাসরুল্লাহ বক্তব্য রাখবেন

14:44 - April 13, 2015
সংবাদ: 3135388
আন্তর্জাতিক বিভাগ: বৈরুতের দক্ষিণাঞ্চলীয় জিহায়ী’তে শুক্রবার (১৭ই এপ্রিল) লেবাননের জনগণ সম্মুখে ইয়েমেনের নিপীড়িত মানুষের সাথে একাত্মতা প্রকাশের জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বক্তৃতা পেশ করবেন।



বার্তা সংস্থা ইকনা: লেবাননের হিজবুল্লাহর মিডিয়া রিলেশন্স কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে: ইয়েমেনের নির্দোষ এবং সাহসী মানুষ রক্ষা এবং সৌদি আরব - মার্কিনের আগ্রাসনের নিন্দা জানাতে আগামী শুক্রবার  লেবাননের জনগণ সমবেত হবে এবং অত্যাচারী শাসকের মোকাবেলায় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বক্তৃতা পেশ করবেন।
এ বিবৃতিতে এসেছে: ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবাননের জনগণের সম্মুখে শুক্রবার (১৭ই এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৫টায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় জিহায়ী’র সাইয়্যেদ আল শোহাদায় মাজমায়ে বক্তৃতা পেশ করবেন।
3133090

captcha