বার্তা সংস্থা ইকনা : এ প্রতিযোগিতা ফিলিস্তিনের জাতীয় মুসলিম কমিশনের পক্ষ থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে।
কমিশনের সেক্রেটারী ইয়াসমিন বুসরান লাও’র ভাষ্যমতে, এ প্রতিযোগিতা চলতি বছর ‘আমার পেশা, আমার ধর্মীয় দায়িত্ব’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন : ফিলিপাইনের সকল মুসলিম চাকরিজীবি, জাতীয় মুসলিম কমিশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীসহ সকল মুসলমানকে এ বিষয়টি স্মরণ করিয়ে দিতে এ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে যে, যদি উত্তম নিয়তে কোন কাজ করা হয় –যদি তা ক্ষুদ্রও হয়ে থাকে- তবে তা মহান আল্লাহর ইবাদত হিসেবে পরিগণিত হয়।
বুসরান লাও বলেন : শ্রেষ্ঠ নারী ও পুরুষ ক্বারী নির্বাচনও এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। এ প্রতিযোগিতায় বিজয়ীগণ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ফিলিপাইনের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবে।
উল্লেখ্য, দক্ষিন-পূর্ব এশিয়ায় অবস্থিত ফিলিপাইনের অধিকাংশ জনগণই ক্যাথোলিক খ্রিষ্টান। জাতীয় মুসলিম কমিশনের পরিসংখ্যান অনুযায়ী ৯ কোটি ৮০ লক্ষ জনসংখ্যার দেশটির শতকরা ১১ ভাগ মুসলমানদের নিয়ে গঠিত।
3221840
সূত্র : Manila Times