বার্তা সংস্থা ইকনা: রাজ্য বিধানসভার সদস্য সৈয়দ মোহাম্মদ রেজা আগা ও কোয়েটার জুম্মার খতিব হাশেম সৈয়দ মুসাভি শিয়াদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের গ্রেফতার ও শাস্তির আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদ, সরকারের কর্মক্ষমতাকে সমালোচনা করে ইসলাম ধর্মের বিভিন্ন মাযহাবের মধ্যে বিভেদ তৈরি কারার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে বলে অভিহিত করেছেন। সৈয়দ মোহাম্মদ রেজা আগা বলেন: আমাদের শত্রুরা বিভক্তি সৃষ্টি করার জন্য সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে। তবে তাদের জেনে রাখা উচিত জনগণ জাগ্রত রয়েছে। তার কখনোই তাদের লক্ষ্যে পৌছাতে পারবে না। বলাবাহুল্য, গতকাল ১২ই মে কোয়েটার ‘কাসি রুদ’ নামক অঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ২ শিয়া মুসলমান নিহত এবং ৪ জন আহত হয়েছে।
3295235