বার্তা সংস্থা ইকনা: বুলগেরিয়ায় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার এবং ইরানের আওকাফ সংস্থার সহযোগিতায় ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তেলাওয়াত ও হেফজ বিভাগে অংশগ্রহণ করার জন্য এ দুই প্রতিযোগিতা ইরানে ভ্রমণ করবেন। হেফজ বিভাগে মুহাম্মাদ আজীজ এবং তেলাওয়াত বিভাগে কাযেম খুলাজ বুলগেরিয়া থেকে নির্বাচিত হয়েছেন। বুলগেরিয়ার সোফিয়া শহরে অবস্থিতি ইরানে কালচার সেন্টারে উক্ত সেন্টারের প্রধান মুহাম্মাদ আলী কিয়ানী এ দু’প্রতিনিধির সাথে দেখা করেন। এ সাক্ষাতকারে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করেন এবং এ প্রতিযোগিতায় তাদের সাফল্য কামনা করনে। বলাবাহুল্য, ইরানের রাজধানী তেহরানে হেফজ ও তেলাওয়াত বিভাগে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৫ই মে থেকে ২৪শে মে পর্যন্ত অব্যাহত থাকবে।