বার্তা সংস্থা ইকনা: ভারতের লাখনৌ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে সেদেশের প্রখ্যাত আলেম মাওলানা কালবে সাদিক সেদেশের সরকারের নিকট সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের অনুপ্রবেশের প্রতিরোধের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সেমিনারে ভারতের মন্ত্রী রজনাথ সিং উপস্থিত ছিলেন। এ মন্ত্রীর সামনে মাওলানা কালবে সাদিক বলেন: আইএসআইএল বিশ্বের সকল মুসলমানদের এ দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং এটা ভবিষ্যতে ভারত সহ বিশ্বের মুসলমানদের জন্য সম্ভাব্য হুমকি স্বরূপ।
ভারতের “আলে ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল-বোর্ডে’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত মাওলানা কালবে সাদিক আরও বলেন: একজন আলেম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে, এ সন্ত্রাসী দলের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জনশক্তিকে এ দলের বিরুদ্ধ সচল করা।
3307133