IQNA

সুইজারল্যান্ডে আলী আকবার (আ.)’র জন্মবার্ষিকী পালিত হবে

9:07 - May 29, 2015
সংবাদ: 3308760
সাংস্কৃতিক বিভাগ : সুইজারল্যান্ডের আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্রে উদযাপিত হবে হযরত আলী আকবার (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী।


বার্তা সংস্থা ইকনা : আগামীকাল (৩০শে মে) হযরত আলী আকবার (আ.) এর জন্মবার্ষিকী ও যুবদিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সুইস যুবকদের উদ্যোগে সুইজারল্যান্ডের আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। আহলে বাইত (আ.) এর ভক্তবৃন্দকে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, পবিত্র কুরআন তেলাওয়াত, বক্তব্য, ইসলামি সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃতি, মাগরিব ও এশার নামায আদায় এবং আপ্যায়ন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে ঐ অনুষ্ঠান অব্যাহত থাকবে।



3308545

সূত্র : ahlebeyt.ch

captcha