IQNA

আঙ্কারায় ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী পালিত

23:29 - July 01, 2015
সংবাদ: 3322238
আন্তর্জাতিক বিভাগ: ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আঙ্কারায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত উৎসব মাহফিল ১ম জুলাই ইফতারের পর আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে আঙ্করায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে।
এছাড়াও ইরানী কালচারাল কাউন্সিলার সেদেশের যুবকদের জন্য ইসলাম পরিচিতার আলোকে দশ দিন ব্যাপী বিশেষ কর্মশালার ব্যবস্থা করেছেন। এ অনুষ্ঠানে বক্তৃতা পেশ করবেন ইসলামী বিজ্ঞান ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ‘নুর’এর সভাপতি হুজ্জাতুল ইসলাম শাহরিয়ার বক্তৃতা পেশ করবেন।
‘আসমানের রজনী’ শিরোনামে এ অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া, নামাজ, ইফতার এবং আলোচনা সভা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
3322126
 

captcha