IQNA

ফ্রাংকফুর্ট ইসলামিক সেন্টারে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

19:45 - July 02, 2015
সংবাদ: 3322395
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে ১ম জুলাই হতে ফ্রাংকফুর্ট ইসলামিক সেন্টারে পবিত্র কুরআনের ছোট সূরা সমূহের আলোকে কুরআন হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ প্রতিযোগিতা ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ৭ থেকে ১২ বছরের শিশুদের জন্য ফ্রাংকফুর্ট ইসলামিক সেন্টারে শুরু হয়েছে।
এছাড়াও ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল স্থানীয় সময় ১৯:৩০টায় বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব মাহফিলে আহলে বাইত (আ.)এর শানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন নাসিরি বক্তৃতা পেশ করেছেন।
3322149

captcha