বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার খতিব ‘সালেহ বিন হামিদ’ সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের ব্যাপারে এক বক্তৃতায় সেদেশের যুবকদের সাবধান করে বলেন: “সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্য হওয়া অথবা তাদেরকে আর্থিক সাহায্য কারার অর্থ হচ্ছে মুসলমানদের হত্যায় অংশগ্রহণ করা”।
সালেহ বিন হামিদ গুরুত্বারোপ করে বলেন: সকল ওলামা এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আইএসআইএল একটি পথভ্রষ্ট দল। তিনি বলেন: হযরত মুহাম্মাদ (সা.)এর উদ্ধৃতি দিয়ে আব্দুল্লাহ বিন আবি ওয়াফি বলেন: “খাওয়ারেজ জাহানাম্মের কুকুর”। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের দলে সৌদি আরবের অনেক সদস্য থাকা সত্ত্বেও মক্কার খতিব এ সন্ত্রাসী দলের ব্যাপারে এধরণের সাহসী মন্তব্য করেছেন।
বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আমেরিকা ও ইসরাইলের গোয়েন্দাদের দ্বারা নির্মিত হয়েছে। তারা ইসলাম ধর্মের চেহারা নষ্ট করার জন্য সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন মসজিদে হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। আর এ হামলার পর মক্কার খতিব আইএসআইএলের ব্যাপারে এধরণের সমালোচনা করেছেন।
3344298