IQNA

মসজিদুল হারামে ৭০ ভাষায় অনুদিত কুরআন বিতরণ

15:17 - September 14, 2015
সংবাদ: 3362501
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারাম ও মসজিদুল নবাবীর অধিভুক্ত কুরআনিক অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে হাজিদের মধ্যে ৭০ ভাষায় অনুদিত কুরআন বিতরণ করা হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: মসজিদুল হারামের ধর্মীয় গ্রন্থ এবং কুরআনিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান মুহাম্মাদ রিয়াল আস সিলানী এ ব্যাপারে বলেন: মসজিদুল হারাম ও মসজিদুল নবাবীর পরিচালক হাজিদের জন্য পর্যাপ্ত পরিমাণে কুরআন শরিফ সরবরাহ করার চেষ্টা করছে।
তিনি বলেন: হাজিদের অনুদানের জন্য বর্তমানে বিশ্বের ৭০টি ভাষায় অনুদিত এক কোটি দুই লাখ কুরআন শরিফ মসজিদুল হারামে বিতরণ করা হয়েছে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় ৩০০ খণ্ড কুরআন বিতরণ করা হয়েছে।
মুহাম্মাদ রিয়াল আস সিলানী আরও বলেন: হাজিদের শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করার জন্য কুরআন মাহফিলেরও আয়োজন করা হয়েছে।
3362120

captcha