IQNA

আল আজহার হতে ৩০০ জন আইএসআইএল শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে

18:56 - September 14, 2015
সংবাদ: 3362560
আন্তর্জাতিক ডেস্ক: মিশরীয় সংবাদ মাধ্যম জানিয়েছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সাথে জড়িত ৩০০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে আল আজহার বিশ্ববিদ্যালয়।

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সাথে জড়িতের ব্যাপারে কিছু দলিল উত্থাপনের পর এ সকল শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।
আল আজহারের প্রতিবেদন অনুযায়ী, আল আজহারের কিছু বিদেশী ছাত্রদের নিয়ে আইএসআইএল একটি কমিটি নির্মাণ করারা চেষ্টা করেছিল।
এছাড়াও আইএসের সাথে জড়িত থাকার দায়ে মিশরের নিরাপত্তা কর্মকর্তা আল আজহারে শিক্ষারত তাজিকিস্তানের দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।
আল আজহারের প্রতিবেদনে আরও এসেছে, মুসলিম ব্রাদারহুডের সাথে জড়িত আল আজহার বিশ্ব বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, অন্যান্য শিক্ষার্থীদের আইএসের সাথে যোগদানের জন্য তুরস্কে প্রবেশের সহায়তা করছে।
মিশরের বিভিন্ন শহরে অবস্থিত আল আজহারের অন্যান্য শাখাও বিদেশী ছাত্রদের কার্যক্রমের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণের কথা বলেছে কর্তৃপক্ষ।
বলাবাহুল্য, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল চেষ্টা করছে, নিজেদের পাশবিক কর্মের সাথে মিশরে অবস্থিত বিদেশী শিক্ষার্থীদেরকে জড়ানো এবং তাদেরকে দিয়ে বিভিন্ন সহিংসতা মূলক কর্মকাণ্ড সম্পন্ন করার।
3361838

captcha