IQNA

জনগণের জোরালো বিক্ষোভের ফলে;

বাহরাইনের শিয়া নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে আলে খলিফা

13:54 - September 15, 2015
সংবাদ: 3362848
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনের জনগণের জোরালো প্রতিবাদ এবং বিক্ষোভের কারণে স্বৈরাচারী আলে খলিফার কর্মকর্তারা সেদেশের শিয়া নেতা শেখ আলী ইবনে আহমাদ আল জাদ হাফসিকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের বিপ্লবী জনতা সেদেশের ঊর্ধ্বতন আলেমকে গ্রেফতার করার প্রতিবাদে রাজপথে জোরালো বিক্ষোভ প্রদর্শন করলে। অত্যাচারী আলে খলিফার কর্মকর্তারা তাকে মুক্তি দিতে বাধ্য হয়।
বাহরাইনের বিপ্লবী জনগণ তাদের দেশের বিশিষ্ট শিয়া আলেমকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভে এত বেশী জনতার উপস্থিতি ছিল যে স্বৈরাচারী আলে খলিফার বাহিনী দিশেহারা হয়ে পড়ে। তারা বিক্ষোভকারীদের বাধা দিলেও জনগণ সেই বাধা উপেক্ষা করে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকেন।
জনগণের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত আলে খলিফার সরকার বিশিষ্ট শিয়া আলেম শেখ আলী ইবনে আহমাদ আল জাদ হাফসিকে মুক্তি দিতে বাধ্য হয়।
3362341
 

captcha