বার্তা সংস্থা ইকনা: ওহাবি-তাকফিরি চিন্তাধারার দেশ সৌদি আরব। এবার এ দেশের কর্তৃপক্ষ পবিত্র কাবা গৃহে মুসলিম উম্মাহর অন্যতম ঐতিহাসিক নিদর্শন তথা হাযরে আসওয়াদ ও মাকামে ইবরাহিমে হাজিদের হাত দেয়া কিংবা চুম্বনের উপর নিষেধাজ্ঞা জারি করেছ!
সৌদি আরব কর্তৃপক্ষ একটি খোড়া অজুহাতকে সামনে রেখে পবিত্র হজ্ব পালনে লিপ্ত হাজিদেরকে কাবা শরিফের অন্যতম পবিত্র নিদর্শণ হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহিমে হাত দেয়া কিংবা চুম্বনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এক্ষেত্রে তাদের অজুহাত হচ্ছে, যদি হাজার হাজার হাজি এ পবিত্র নিদর্শনে চুমা দেয় তাহলে একজনের সংক্রামন রোগ অন্য হাজিদের মধ্যে সংক্রামিত হতে পারে। কিন্তু তাদের এহেন অজুহাত সম্পূর্ণ বানোয়াট। কেননা, একদিকে এ দুটি পবিত্র নিদর্শনের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন পবিত্র হজ্বের আমলসমূহের অন্তর্ভূক্ত। অপরদিকে যদি কারও সংক্রামক রোগ থাকে, তাহলে এ কারণ ছাড়া অন্যান্য কারণেও তা অপর হাজিদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
মূলত: সৌদি আরবের ওহাবি প্রশাসন মুসলিম উম্মাহর ঐতিহাসিক নিদর্শনাবলীকে ধীরে ধীরে মুসলমানদের হৃদয় থেকে মুছে ফেলতে চায়।
সৌদি কর্তৃপক্ষ এপর্যন্ত মসজিদুল হারাম ও মসজিদে নাবী (সা.) সম্প্রসারণের অজুহাতে মক্কা ও মদিনার অনেক ধর্মীয় নিদর্শন ধ্বংস করেছে।