IQNA

কাবুলে ‘কুরআন তেলাওয়াত ও হেফজ’ প্রতিযোগিতা

19:48 - September 17, 2015
সংবাদ: 3364504
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে মুদাছছির নামক সামাজিক ও সাংস্কৃতিক আঞ্জুমানে ‘কুরআন তেলাওয়াত ও হেফজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাবুলে মুদাছছির নামক সামাজিক ও সাংস্কৃতিক আঞ্জুমানের পক্ষ থেকে শিশু এবং যুবকদের জন্য ‘কুরআন তেলাওয়াত ও হেফজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক ও সাংস্কৃতিক আঞ্জুমান মুদাছছিরের ৪০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের মধ্যে মোট ৮ জন শীর্ষ স্থানে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বলাবাহুল্য, উক্ত প্রতিযোগিতার উপান্তে ইমাম জাওয়াদ (আ.)এর জীবনীর আলোকে বক্তৃতা ও মর্সিয়া পরিবেশন করা হয়।
3363221
 

captcha