বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ১৮ই সেপ্টেম্বরে জুমার নামাজের দ্বিতীয় খুতবার প্রথমেই ইমামে জামান (আ. ফা.), ইসলামি বিপ্লবের রাহবার, ইসলামী প্রতিষ্ঠান এবং বিশ্বের ওলামাগণের নিকট আয়াতুল্লাহ খাজ-আলীর ইন্তেকালে জন্য সমবেদনা জ্ঞাপন করেন।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি জুমা’র খুতবায় বলেন: দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং কোনো বলদর্পী শক্তির কাছে তেহরান আত্মসমর্পণ করবে না।
তিনি জুমা নামাজের দ্বিতীয় খোতবায় আরও বলেন, যারা বলে ইসলামি বিপ্লব শেষ হওয়ার কাছাকাছি চলে গেছে তারা ভুল করছে, কারণ ইরানের তরুণ সমাজ দেশের উন্নয়ন ও উন্নতির পথে রয়েছে। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন, প্রতারক আমেরিকা ও হত্যাকারীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের জনগণ কখনো ক্লান্ত হবে না। তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সবসময় বলে আসছেন, ইসলামি বিপ্লব হচ্ছে একটি গতিশীল এবং নৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব।
মক্কার পবিত্র মক্কায় মসজিদুল হারামে সংঘটিত দুর্ঘটনায় বিভিন্ন দেশের হাজী হতাহতের ঘটনায় তিনি সৌদি আরবকে দায়ী করেন। পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের হামলারও নিন্দা করেন কাজেম সিদ্দিকি।
3364599