IQNA

প্রেসিডেন্ট ড. হাসান রুহানি;

‘ইরানের বাহিনীই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী বাহিনী’

17:46 - September 22, 2015
সংবাদ: 3366423
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী বাহিনী। এ কথা বলেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের প্রথম দিন আজ (মঙ্গলবার) সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বার্তা সংস্থা ইকনা: ড. রুহানি বলেন- “আমরা আজ গোটা বিশ্বের সামনে এ ঘোষণা দিচ্ছি যে, ইরানের সশস্ত্র বাহিনীই হচ্ছে সন্ত্রাসবিরোধী সর্ববৃহৎ বাহিনী।” তিনি আরও বলেন-“সিরিয়া ও ইরাক সরকারের অনুরোধে আমরা সেখানে সন্ত্রাসের বিরুদ্ধে সহযোগিতা দিচ্ছি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যদি সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে তাহলেও তাদের একমাত্র ভরসা হলো ইসলামি ইরান।” তিনি বলেন-মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এটা মনে রাখতে হবে যে, বৃহৎ শক্তিগুলো তাদের স্বার্থে এগিয়ে আসবে না।
প্রেসিডেন্ট বলেন, ১৯৮০’র দশকে আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানিরা অপ্রত্যাশিত ঐক্য প্রদর্শন করেছে। তিনি বলেন, ইসলামি বিপ্লব বিজয় লাভের পর এ অপবাদ দেয়া হচ্ছিল যে, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। কিন্তু চাপিয়ে দেয়া যুদ্ধের মধ্যদিয়ে প্রকৃত আগ্রাসীদের চেহারা সবার সামনে স্পষ্ট হয়েছে। আইআরআইবি
3366071
 

captcha