IQNA

শত্রুদের জন্য ভয়াবহ জবাব অপেক্ষা করছে: ইরানি কমান্ডার

22:24 - September 22, 2015
সংবাদ: 3366441
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আতাউল্লাহ সালেহি বলেছেন, শত্রুর যেকোনো হুমকির মুখে দেশ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তার বাহিনী। তিনি বলেন, কেউ যদি ইরানের বিরুদ্ধে হামলার চিন্তা করে তাহলে তাদের জন্য ভয়াবহ জবাব অপেক্ষা করছে।

বার্তা সংস্থা ইকনা: ইরান ও ইরাকের মধ্যকার আট বছরের যুদ্ধের কথা উল্লেখ করে জেনারেল সালেহি বলেন, ইরানের সেনাবাহিনী এখন শত্রুর যেকোনো হুমকি নস্যাৎ করে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে তিনি এসব কথা বলেন। ১৯৮০ সালের এ দিনে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়।
মেজর জেনারেল আতাউল্লাহ সালেহি আরো বলেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো উগ্র সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে তুলতে চাইছে। আর এর মূল লক্ষ্য হচ্ছে ইরানের সরকার ব্যবস্থাকে মোকাবেলা করা। কিন্তু এসব হুমকি নস্যাৎ করার জন্য ইরানি সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যেসব প্রতিরোধকামী সংগঠন ও শক্তি রয়েছে তাদের প্রতি ইরানের পূর্ণ সমর্থন রয়েছে বলেও তিনি ঘোষণা করেন। irib.ir

captcha