IQNA

মানবাধিকার আইন লঙ্ঘন করার প্রতিবাদ জানালেন আফখাম

20:40 - September 30, 2015
সংবাদ: 3375964
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম জানিয়েছে, সৌদি আরবের বাদশাহর নির্দেশে সৌদি সেনারা আকাশ পথে ইয়েমেনের নিরপরাধ ও বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে মানবাধিকার আইন লঙ্ঘন করছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম জানিয়েছে, সৌদি আরবের সামরিক সেনারা আকাশ পথে ইয়েমেনের আল-মোখাতা’য নামক বেসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে। এ হামলার ফলে ইয়েমেনের অনেক সাধারণ নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে। এ হামলার প্রতিবাদে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম তীব্র নিন্দা জানিয়েছেন।
সৌদি আরবের এ পাশবিক হামলার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সমূহের নিকট সুষ্ঠু বিচারের আহ্বান জানিয়েছেন মারজিয়ে আফখাম।
এছাড়াও তিনি মিনা ট্রাজেডি’র ব্যাপারে বলেন: সৌদি আরবের মিনায় প্রচণ্ড ভিড়ের চাপে বহুসংখ্যক হাজি হতাহত হওয়ার ঘটনায় সৌদি সরকার যে একগুঁয়েমি ও দোষারোপের খেলা শুরু করেছে তাতে রিয়াদেরই ভাবমর্যাদা নষ্ট হচ্ছে।
মারজিয়ে আফখাম বলেছেন, পবিত্র কাবা ঘরের মেহমানদের হতাহতের বিষয় নিয়ে সৌদি আরব যে একগুঁয়েমিপূর্ণ অবস্থান নিয়েছে তাতে দেশটির ভাবমর্যাদা আরো ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে তারা নিজেদের দায়িত্বও এড়াতে চাইছে। ইরানের এ মুখপাত্র সুস্পষ্টভাবে বলেন, সৌদি আরবের অব্যবস্থাপনা এবং দেশটির কর্মকর্তাদের অদূরদর্শিতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
3374044

captcha