আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট এই আলেম মিনায় হজ ব্যবস্থাপনার দুর্বলতাসহ নিহত হাজিদের সংখ্যা লুকানোর কারণে সৌদি আরবের সমালোচনা করে বলেন,ইসলামি প্রজাতন্ত্র ইরানের উচিত প্রকৃত সত্য খুঁজে বের করা এবং এই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা চালানো।
ইয়েমেনে নিরীহ মানুষ হত্যায় ব্যস্ত থাকায় সৌদি আরব হজ ব্যবস্থাপনায় মনোযোগ দিতে পারে নি বলেও জুমার ইমাম মন্তব্য করেন। সৌদি সরকার ইঙ্গো-মার্কিন ও ইসরাইলের প্রতিনিধি হিসেবে ইয়েমেনে হামলা চালাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে মুসলমানদের মাধ্যমেই মুসলমানদের ধ্বংস করা।
কন্দুজের হাসপাতালে মার্কিন বোমা হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানে তথাকথিত মানবাধিকারের দাবিদার আমেরিকার অপরাধ এটাই প্রথম কিংবা শেষ নয়।
আইএসআইএল বিরোধী ইরান-ইরাক-সিরিয়া ও রাশিয়ার জোটের প্রশংসা করে জনাব কাজেম সিদ্দিকী বলেন তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানে এই জোটের হামলায় আমেরিকা ও তাদের মিত্ররা ক্ষুব্ধ হয়ে উঠেছে। এ থেকেই বোঝা যায় কারা প্রকৃত অর্থে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আর কারা তাদের বিরোধী।
3383288