IQNA

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় শোক মজলিশ অনুষ্ঠিত হবে

23:24 - October 12, 2015
সংবাদ: 3384722
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র এবং শহীদের নেতা ইমাম হুসাইন (আ.) এবং তার সাথিদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় বিভিন্ন মসজিদ ও হুসাইনিয়াতে দশদিন ব্যাপী শোক মজলিশের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শহীদের নেতা ইমাম হুসাইন (আ.) এবং তার সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় অন্যান্য মসজিদ ও হুসাইনিয়ার পাশাপাশি সেদেশে বসবাসকারী ইরানীদের ধর্মীয় বোর্ডের পক্ষ থেকে মুহাররম মাসের প্রথম দশ দিনে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।    
এছাড়াও মালয়েশিয়ার মুহিব্বানে রাসুল (সা.) নামাক বোর্ডের পক্ষ থেকে ১৪ই অক্টোবর হতে ১১ দিন ব্যাপী এশার নামাজের পরে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
উক্ত শোক মজলিশে আহলে বাইত (আ.)এর সকল ভক্তদের অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
3384517

captcha