IQNA

জুমার খতিব;

সর্বোচ্চ নেতার চিঠিতে ইরানি জাতির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে

14:39 - October 23, 2015
সংবাদ: 3392898
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে সর্বোচ্চ নেতার সাম্প্রতিক চিঠিতে ইরানের জনগণের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরো বলেছেন, প্রেসিডেন্ট রুহানিকে লেখা এ চিঠির মাধ্যমে পরমাণু সমঝোতা নিয়ে সব আলোচনা-সমালোচনার ইতি ঘটেছে।

বার্তা সংস্থা ইকনা: আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবায় আয়াতুল্লাহ খাতামি আরো বলেন, সর্বোচ্চ নেতার চিঠিতে প্রমাণিত হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান তার বিপ্লবী পথচলা অব্যাহত রাখবে। চিঠিতে মার্কিন সরকারের প্রতি ইরানি জনগণের ঘৃণার বিষয়টি ফুটে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা মিথ্যাবাদী ও প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং ইমাম খোমেনী (রহ.)-এর মতো সর্বোচ্চ নেতাও আমেরিকাকে ‘বড় শয়তান’ বলে অভিহিত করেছেন।
গত ২১ অক্টোবর প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে লেখা এক চিঠিতে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চূড়ান্ত অনুমোদন দেন। চিঠিতে ইরান সরকারকে নয়টি শর্তের ভিত্তিতে পরমাণু সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনি জনগণের ইসরাইল বিরোধী কুদস ইন্তিফাদার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খাতামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ করে ফিলিস্তিনি জনগণ কিছুই পাবে না। তাদেরকে গণআন্দোলন করেই নিজেদের মাতৃভূমি পুনরুদ্ধার করতে হবে।
সাম্প্রতিক হজের সময়কার মিনা বিপর্যয়ের কথা উল্লেখ করে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, মিনা পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে সৌদি সরকার অবহেলা করেছে বলে এ ঘটনায় তার দায় রয়েছে এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত। মিনা বিপর্যয়ে যেসব দেশের নাগরিক নিহত হয়েছে তাদেরকে নিয়ে এ ঘটনার একটি বিশেষ তদন্ত টিম গঠন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৌদি সরকারের পক্ষে হজের অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়, কাজেই মুসলিম দেশগুলোকে নিয়ে গঠিত একটি কমিটির কাছে এ দায়িত্ব হস্তান্তর করতে হবে।
3392842
 

captcha