বার্তা সংস্থা ইকনা: ইরানের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের যেকোনো ভণ্ডামির জবাব দেয়ার জন্য তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেহকান আরো বলেছেন, মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধ যুদ্ধকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা প্রতি মুহূর্তে বাড়ানো হচ্ছে।
ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে বলে সম্প্রতি মার্কিন ও ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীরা হুমকি দেয়ার পর এ প্রতিক্রিয়া জানালেন দেহকান। তিনি বলেন, এ ধরনের হুমকিকে ওয়াশিংটন ও তেল আবিবের দুর্বলতা বলে মনে করে তেহরান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিশ্বের সব দেশ আমেরিকা ও ইসরাইলকে খুনি, আগ্রাসী, রক্তপিপাসু ও মানবতা বিরোধী অপরাধী বলেই জানে। কাজেই অন্য দেশের বিরুদ্ধে হুমকি দিয়ে নিজেদের এই ঘৃণ্য চেহারা বিশ্ববাসীর সামনে নতুন করে তুলে ধরার প্রয়োজন নেই।
লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসের ইসরাইল বিরোধ প্রতিরোধ আন্দোলনের কথা উল্লেখ করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংগঠনগুলোর হাতে দখলদার ইহুদিবাদীরা বহুবার পরাজিত হয়েছে। এসব সংগঠনের তুলনায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শত-সহস্র গুণ বেশি। কাজেই ইরানের বিরুদ্ধে হুমকি দেয়ার আগে যেন ওয়াশিংটন ও তেল আবিব তাদের বক্তব্যের পরিণতির কথা ভেবে নেয়। কারণ, ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
3422854