IQNA

মিশরের দারুল আফতা;

শিয়া মসজিদে হামলা করা হারাম

1:08 - November 02, 2015
সংবাদ: 3432364
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের দারুল আফতা ঘোষণা করেছে, মুসলমানদের মসজিদে সকল প্রকার হামলা করা হারাম।

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল হামলা চালিয়ে মুসলমানদের মসজিদ ধ্বংস করছে। আর এ ঘৃণ্য কর্মের তীব্র নিন্দা জানিয়ে এধরণের হামলাকে হারাম ঘোষণা দিয়েছে মিশরের দারুল আফতা।
সম্প্রতি আইএসের মুফতি আবু লেইছুল কুনানী এক ভ্রান্তি ও গর্হিত বিবৃতিতে শিয়াদের মসজিদকে পূজার আস্তানা বলে ফতোয়া জারি করে মসজিদ ধ্বংসের প্রতি গুরুত্বারোপ করে। আর এ গর্হিত ফতোয়ার প্রতিবাদে মিশরের দারুল আফতা বলেছে, শিয়া মসজিদে হামলা করা হারাম।
দারুল আফতা গুরুত্বারোপ করেছে: শিয়াদের মসজিদ ঠিক আহলে সুন্নতের মসজিদের মত এবং শিয়াদের মসজিদের সাথে আহলে সুন্নতের মসজিদের কোন পার্থক্য নেই। শিয়াদের মসজিদের বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচার ও হামলা করা জায়েয নায়; মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা ধর্মীয় কর্তব্য।
এ বিবৃতিতে এসেছে: মহান আল্লাহর ইবাদতের জন্য মসজিদ এবং এ পবিত্র স্থানকে পূজার আস্তানা বা মন্দিরের সাথে তুলনা করার অর্থ এ পবিত্র স্থানের অবমাননা করা। ফেসাদ সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা এধরণের কাজ করছে। শিয়া ও সুন্নি মসজিদের মধ্যে বৈষম্যের কোন যুক্তিই গ্রহণযোগ্য নয়।
3426999
 

captcha