IQNA

সৌদি বাজারে আইএসআইএলের পোশাক

23:55 - November 06, 2015
সংবাদ: 3444005
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাজারে শিশুদের জন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের লোগো যুক্ত বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আইএসআইএলের লোগো ‘দায়েশ’ লেখা পোশাক এখন সৌদি বাজারে বিক্রয় হচ্ছে। এ খবর সৌদি আরবের বিভিন্ন মিডিয়ার প্রকাশ হয়েছে।
সৌদি পত্রিকা আল-জাজিরার সাইট ঘোষণা করেছে: সৌদি সামরিক বাহিনী সেদেশের একটি বাজারের একটি দোকানে কিছু পোশাক দেখে, যাতে দায়েশ লেখা রয়েছে।
এছাড়াও কোন কোন পোশাকে বিস্ফোরক বেল্টের ছবি আকা রয়েছে।
আল একতেসাদি পত্রিকায় একই খবর প্রকাশ করে জানানো হয়েছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী শিশুদের পোশাকের মাধ্যমে নিজেদেরকে প্রচার করছে। সৌদি সামরিক বাহিনীর চোখে এ পোশাক পরিলক্ষিত হওয়ার পর দায়েশ লেখা এবং বিস্ফোরক বেল্টের ছবি সহ আইএসআইএলের অন্তর্গত সকল পোশাক বাজেয়াপ্ত করেছে।
3443325

captcha