IQNA

ইরানের তথ্যমন্ত্রী জানিয়েছেন:

মুহররম মাসে শত্রুদের চক্রান্ত ব্যাহত হয়েছে

20:16 - November 11, 2015
সংবাদ: 3447335
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের শত্রুরা চলিত বছরে মুহররম মাসের শোকানুষ্ঠানে ইরানের বিভিন্ন স্থানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনী কঠোর প্রচেষ্টার ফলে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং বেশকিছু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের তথ্যমন্ত্রী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ মাহমুদ আলাভি আজ (১০ই নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেছেন: ইসলামের শত্রুরা চলিত বছরে মুহররম মাসের শোকানুষ্ঠানে ইরানের বিভিন্ন স্থানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনী কঠোর প্রচেষ্টার ফলে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং বেশকিছু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেছেন: দেশের পূর্বাঞ্চলে গুলিস্তান, মাজান্দারান, সিস্তান ও বালুচিস্তান তেহরান থেকে ১০ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে এবং ইরাক ও সিরিয়া উদ্দেশ্যে যাওয়ার পথে ইরানের সীমান্ত থেকে ২০ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসকল সন্ত্রাসীদের মধ্যে অনেকে ইরান থেকে ইরাক ও সিরিয়ায় নিয়মিত যাতায়াত করত। এছাড়াও খুজিস্তান প্রদেশের দেজফুল এলাকার সাফিয়াবাদ শহরে পবিত্র মুহররমের শোকানুষ্ঠানে হামলায় জড়িত ১৪ সন্ত্রাসীকে আটক করা সম্ভব হয়েছে।
গত ২ মুহররম সাফিয়াবাদের একটি মসজিদে শোক পালনকারী জনতার ওপর গুলিবর্ষণে দুই ব্যক্তি শহীদ ও অপর দুই জন আহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে আরো কয়েক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে এর আগে খবর দিয়েছিলেন খুজিস্তান প্রদেশের একজন পদস্থ গোয়েন্দা কর্মকর্তা।
যে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে তারা সকলেই প্রতিক্রিয়াশীল দেশ থেকে সাহায্য গ্রহণ করে থাকত।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগ পশ্চিমা দেশগুলোর কিছু গুপ্তচরকে আটক করার খবর দিয়েছিল। এসব গুপ্তচর ইন্টারনেটভিত্তিক তৎপরতা চালাচ্ছিল এবং তাদের কিছু অনলাইন পত্রিকাও ছিল।
3446786

captcha