IQNA

জর্জিয়ার ২৮শে সফরের শোকানুষ্ঠান + ছবি

23:39 - December 11, 2015
সংবাদ: 3462160
আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ায় ২৮শে সফরের শোকানুষ্ঠান তথা মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী জর্জিয়ার উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জর্জিয়ার জামিয়াতে হযরত যয়নাব (সা. আ.) সংস্থা ও আহলে বাইত ভক্তদের সংস্থার সহযোগিতায় জামিয়াতে আহলে বাইত (আ.) সংগঠনের পক্ষ থেকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত শোকানুষ্ঠানে সূচনা হয়। পরবর্তীতে আহলে বাইত (আ.)এর মুসিবতের শানে বক্তৃতা পেশ করেন আহলে বাইত (আ.)এর মসজিদের খতিব রাহেদ কারিম জাদে। এছাড়াও মর্সিয়া পাশ ও নৈশ ভোজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
3461941

captcha