IQNA

সুইজারল্যান্ডে ইসলামিক গ্রন্থ অনুদান করবে মিশর

16:09 - December 15, 2015
সংবাদ: 3463600
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে জার্মান, ফরাসি এবং ইতালীয় ভাষায় লিখিত কুরআনের তাফসির সহকারে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনুদার করবে মিশর।

বার্তা সংস্থা ইকনা: মিশরে ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিল এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে চরমপন্থি ধারনা দুর করা এবং সত্যিকারের ইসলাম সকলের সম্মুখে তুলে ধারার জন্য জার্মান, ফরাসি এবং ইতালীয় ভাষায় লিখিত কুরআনের তাফসির সহকারে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনুদার করবে।
এ ব্যাপারে মিশরের ধর্ম মন্ত্রী মুহাম্মাদ মোখতার জোময়ে শনিবার (১৩ই ডিসেম্বর) এক বিবৃতিতে সুইজারল্যান্ডের সরকারকে এসকল গ্রন্থ অনুদান করার কথা জানান।
এসকল গ্রন্থ মিশরে ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের প্রকাশনা এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিন্ট ও প্রকাশ হয়েছে এবং চরমপন্থিদের মতাদর্শের প্রতিরোধ এবং ইসলামি শিক্ষা প্রচারের লক্ষে সুইজারল্যান্ডে বিতরণ করা হবে।
3462856

captcha