বার্তা সংস্থা ইকনা: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত ইরানের কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে সেদেশে বসবাসকৃত ইরানীদের জন্য কুরআন শিক্ষার আসরের ব্যবস্থা করা হয়েছে।
কুরআন প্রশিক্ষণ কোর্স বর্তমানে বাগদাদের ১০টি অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। কুরআন শিক্ষা আসরের মধ্যে রুখানি, রাওয়ানখানি ও তাজবিদের আলোকে ক্লাস গ্রহণ করা হচ্ছে। এছাড়াও ধর্মীয় আহকাম, কম্পিউটার ও সেলাই সহ অন্যান্য কারিগারিমুলক প্রশিক্ষণের ক্লাস গ্রহণ করা হচ্ছে।
উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা কারিগারিমুলক প্রশিক্ষণ গ্রহণ করে নিজের স্বাবলম্বী হতে পারবে এবং এছাড়াও ধর্মীয় শিক্ষা অর্জন করে নিজেদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে।
3466957