IQNA

তুরস্কের মসজিদসমূহে কুরআন তিলাওয়াত কর্মশালা চালু

20:20 - July 07, 2021
সংবাদ: 3470272
তেহরান (ইকনা): করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের মত তুরস্কেও শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল।

দীর্ঘ দিন বন্ধ থাকার পর তুরস্কের সকল মসজিদে আবারও ৫ম জুলাই থেকে কুরআন তিলাওয়াতের কর্মশালা চালু হয়েছে।

৫ম জুলাই তুর্কি ধর্মীয় সংস্থা সেদেশের মসজিদসমূহে বয়সের ভিত্তিতে এবং শর্ত ও স্বাস্থ্য ব্যবস্থার ঘোষণা দিয়ে কুরআন তিলাওয়াতের কার্যক্রম পুনরায় চালু করেছে। এবছর এই ক্লাসগুলো দুই পদ্ধতিতে অর্থাৎ অনলাইন এবং সরাসরি ক্লাসে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এই কোর্স ৫ জুলাই সোমবার শুরু হয়েছে এবং টানা ২০শে আগস্ট শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে। আগ্রহী ব্যক্তিমণ্ডলী ১১ই জুলাই পর্যন্ত www.diyanet.gov.tr ঠিকানায় যোগাযোগ করে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

৪ থেকে ২২ বছর বয়সের শিশু এবং যুবকরা তুরস্কের মসজিদে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনের মাধ্যমে উক্ত কোর্সে অংশ নিতে পারবেন। তবে ৪ থেকে ৯ বছর বয়সী শিক্ষার্থীদের মসজিদে উপস্থিত হয়ে এই ক্লাসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়াও ১০ থেকে ১৫ বছরের শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনের মাধ্যমে উক্ত কোর্সে অংশ নিতে পারবেন। iqna

captcha