IQNA

হজরে জন্য নির্বাচিত হলেন ৬০ হাজার মুসলমান

0:02 - July 11, 2021
সংবাদ: 3470297
তেহরান (ইকনা): আসন্ন পবিত্র হজের জন্য ১৫০টি দেশের নাগরিকদের মধ্য থেকে ৬০ হাজার মুসল্লিকে নির্বাচিত করা হয়েছে। তাঁরা এ বছর হজের সুযোগ লাভ করবেন।

এর আগে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী মুসলিম ও স্থানীয় লোকদের আবেদন করতে বলা হয়। তখন মাত্র মাত্র ১০ দিনে পাঁচ লাখের বেশি মুসল্লি হজের জন্য নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে ১৫০ দেশের ৬০ হাজার আবেদনকারীকে নির্বাচন করেছে দেশটির সরকার।

সৌদি গেজেটের খবরে জানা যায়, করোনাকালের হজ পালনের জন্য বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচন করা হয়েছে। ১৮ থেকে ৬৫ বছর বয়সী হওয়া এবং প্রথমবার হজ পালনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ ছাড়া করোনা টিকা গ্রহণ ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, সৌদি আরবে আজ রবিবার থেকে শুরু হবে পবিত্র জিলহজ মাস। সে হিসাবে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে ২০ জুলাই। শুক্রবার (৯ জুলাই) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এই তারিখ ঘোষণা করে। মুসলমানরা প্রতিবছর জিলহজ মাসে হজ পালন করে থাকে। এর অংশ হিসেবে এ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়। iqna

captcha