IQNA

নাবলুসে কুরআনিক শিক্ষা ও কুরআনিক বিজ্ঞান বিদ্যালয়ের উদ্বোধন

20:18 - September 21, 2021
সংবাদ: 3470705
তেহরান (ইকনা): ফিলিস্তিনের এন্ডোয়মেন্টস এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরের নাবলুস শহরে “আব্দুল্লাহ ইবনে মাসউদ” নামক হিফজুল কুরআন, কুরআনিক সায়েন্সেস এবং তাজভিদের স্কুল উদ্বোধন করেছেন।
ফিলিস্তিনের এন্ডোয়মেন্টস এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি হুস্সাম আবু রব এই স্কুলটি ২০শে সেপ্টেম্বর সোমবার দুপুরে উদ্বোধন করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কিছু হাফেজদের সম্মাননা প্রদান করেছেন।
 
ফিলিস্তিনি নাগরিক এবং স্থানীয় কর্মকর্তাদের উপস্থিত আবু রব গুরুত্বারোপ করে বলেন: ফিলিস্তিনের এনডাউমেন্টস মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কুরআন মুখস্থকারীদের সহায়তা করার জন্য কাজ করছে।
 
তিনি বলেন: মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ফিলিস্তিনের বিভিন্ন প্রদেশে কুরআনিক কেন্দ্র, দারুল কুরআন ও একাডেমী খোলা। যাতে করে এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কুরআনিক শিক্ষায় শিক্ষিত করা যায়। 
 
ফিলিস্তিনের এন্ডোয়মেন্টস এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি  আরও বলেন: সাধারণ কুরআন সংস্থার মাধ্যমে ফিলিস্তিনের এনডাউমেন্টস মন্ত্রণালয় এদেশের সক্ষম যুবকদের প্রশিক্ষণ প্রদানের চেষ্টা করছে, যাতে করে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করতে পারে। 
 
তিনি ছাত্রদের পবিত্র কুরআন চর্চার পরামর্শ বলেন: এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, ফিলিস্তিনিরা তাদের দখলকৃত ভূমি রক্ষ করে এবং পবিত্র কুরআন তাদের হৃতয়ে ধারণ করে।   iqna
 

 

captcha