IQNA

ইসলামভীতি মোকাবেলায় জাতিসংঘের প্রতি ইমরান খানের আহ্বান 

16:16 - September 25, 2021
সংবাদ: 3470719
তেহরান (ইকনা): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্ব থেকে ইসলামফোবিয়া বা ইসলামভীতি দূর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম বার্ষিক সাধারণ সভায় শুক্রবার ইমরান খান বিশ্ব থেকে ইসলামভীতি দূর করতে একটি আন্তর্জাতিক আলোচনাসভার আয়োজন করতে বলেন জাতিসংঘের মহাসচিবকে।
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসলামোফোবিয়া মোকাবেলায় একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন আহ্বান জানিয়েছেন তিনি ভারতীয় শাসনকে ইসলামোফোবিয়ার জন্য অভিযুক্ত করেছেন। জাতিসংঘের সাধারণ সভায় দেয়া ভাষণে শুক্রবার এ কথা বলেন তিনি। 
 
তিনি বলেন: আমি জাতিসংঘের মহাসচিবের প্রতি আহ্বান জানাচ্ছি যে, ইসলামের প্রতি ক্রমবর্ধমান বৈরিতা মোকাবেলায় এবং আন্তfধর্মীয় সংলাপের প্রচারের জন্য একটি বৈশ্বিক শীর্ষ সম্মেলনের আয়োজন করুন। বর্তমানে ভারতে ইসলামোফোবিয়ার সবচেয়ে খারাপ এবং বিস্তৃত রূপ ধারণ করেছে। ঐ দেশের  ফ্যাসিস্ট সরকার ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতা উস্কে দিয়েছে। নয়াদিল্লী অধিকৃত জম্মু ও কাশ্মীরেও ইসলাম বিরোধিতা শুরু করেছে এবং ২০১৯ সালের ৫ম আগস্ট থেকে একতরফা অবৈধ পদক্ষেপ নিয়েছে, কাশ্মীরি নেতাদের বন্দী করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করছে।
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন: এই পদক্ষেপগুলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলি লঙ্ঘন করে, এ ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে যে, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি অবাধ ও সুষ্ঠু গণভোটের মাধ্যমে বিতর্কিত এলাকার চূড়ান্ত অবস্থা তার জনগণের দ্বারা নির্ধারিত হওয়া আবশ্যক।
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন: নরেন্দ্র মোদি ভারতকে মুসলিম মুক্ত করতে চাই।  বর্তমানে আমরা নয়াদিল্লীর গভর্নিং বডিতে সবচেয়ে খারাপ ধরনের ইসলামোফোবিয়া প্রত্যক্ষ করছি; ঘৃণ্য হিন্দু মতাদর্শ উগ্রপন্থী ভারতীয় জনতার পার্টির বর্ণবাদী নীতির সাথে মিলিত হয়ে ভারতের ২০ কোটি ধর্মপ্রাণ মুসলমানদের লক্ষ্যবস্তু করেছে।
 
ইমরান খান তার ভাষণে ইসলামভীতি দূর করার আহ্বান ছাড়াও তালেবান, কাশ্মীর ও করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
 
অন্যদিকে, জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ইমরান খানের আক্রমণের জবাবে পাকিস্তানকে ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসীদের আস্তানা হিসেবে তুলনা করেছেন। iqna
captcha