IQNA

পাকিস্তানে পুলিশের ওপর হামলার দায় স্বীকার করেছে দায়েশ

0:03 - November 15, 2021
সংবাদ: 3470982
তেহরান (ইকনা): তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করেছে।

উগ্রপন্থী এই দলটি সামাজিক নেটওয়ার্কে ঘোষণা করেছে: দায়েশের জঙ্গিরা ১৩ই নভেম্বর পাকিস্তানের বাজাউর জেলার একটি পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। 
 
সন্ত্রাসীদের এই হামলায় এক পুলিশ অফিসার ও একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
 
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে: গতকাল খাইবার পাখতুনখোয়ার বাজাউর উপজাতীয় অঞ্চলের রাস্তার ধারে বোমা দ্বারা একটি নিরাপত্তা গাড়ি লক্ষ্যবস্তু করা হয়। এর কয়েক ঘণ্টা পর বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বোমা বিস্ফোরণ হয়।
 
কোয়েটায় নোভা কেলি স্ট্রিটের কাছে পুলিশের একটি মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটে, এতে একজন পুলিশ কর্মকর্তাসহ মোট ছয়জন আহত হয়েছেন।
 
সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা এর আগে আফগানিস্তানে একই ধরনের অভিযান চালিয়েছে। সন্ত্রাসীদের এধরণের হামলায় বেশিরভাগই বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে।
 
উল্লেখ্য যে, পাকিস্তানের বাজাউর অঞ্চলটি আফগান সীমান্তের কাছে উত্তর-পশ্চিম পাকিস্তানে অবস্থিত।  iqna
 

 

captcha